ট্রাম্পের নির্দেশে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে অপহরণের চেষ্টা!

কারাকাস বিমানবন্দর নিয়ন্ত্রণে এনে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে যুক্তরাষ্ট্রে তুলে নেওয়া ছিল আমেরিকান নাগরিক লুক ডেনমান-এর প্রধান উদ্দেশ্য। গতকাল বুধবার (৬ মে) ভেনেজুয়েলার রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক ভিডিওতে একথা স্বীকার করেন ডেনমান। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা তাদের এক প্রতিবেদনে জানায়, গত সোমবার (৪ মে) ডেনমান ও তার সহযোগী আরেক আমেরিকান নাগরিক আরান বেরি-সহ মোট ১৫ জনকে আটক করেছে ভেনেজুয়েলা কর্তৃপক্ষ।

তাদের ‘সন্ত্রাসী’ উল্লেখ করে মাদুরো জানান, তাকে উৎখাত করার ওয়াশিংটনের পরিকল্পনা ব্যর্থ হয়েছে। এই ঘটনার নির্দেশদাতা হিসেবে সরাসরি ডোনাল্ড ট্রাম্পকে দায়ি করেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট। ডেনমানের ভিডিও প্রচারের পর টেলিভিশনে এ মন্তব্য করেন মাদুরো। এ দিকে ফ্লোরিডা-ভিত্তিক সিকিউরিটি কোম্পানি সিলভার কর্প ইউএসএ’র প্রধান ও সাবেক সেনা কর্মকর্তা জর্দান গৌদেউ এই ঘটনার সঙ্গে জড়িত থাকার দায় স্বীকার করেছেন। তিনি বলেন, এ অপারেশনে দুজন আমেরিকান নাগরিকের সঙ্গে কাজ করছিলেন। মাদুরো ও ‘স্বাধীন’ ভেনেজুয়েলাকে হত্যা করা তাদের উদ্দেশ ছিল না।

এপি জানায়, অস্ত্র পাচারের একটি অভিযোগে ফেডারেল তদন্তের আওতায় রয়েছে গৌদেউ। তদন্তটি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। অবশ্য এর সঙ্গে ভেনেজুয়েলার ঘটনার যোগ আছে কি-না স্পষ্ট নয়। তবে আইনপ্রয়োগকারী সংস্থার এক কর্মকর্তা জানান, রবিবারের অভিযানের পর গৌদেউয়ের বক্তব্যে অসংগতি পাওয়া গেছে।

Leave a Reply

Your email address will not be published.