দেশে ২৪ ঘন্টায় রেকর্ডসংখ্যক মৃত্যু ঘটল করোনায়

গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে রেকর্ডসংখ্যক মানুষ মারা গিয়েছেন করোনায়। করোনার আক্রমণের পর একদিনে বাংলাদেশে এত মানুষ আগে মারা যাননি। গত ২৪ ঘণ্টায় ঝরে গেছে ১৩টি প্রাণ। এ নিয়ে বাংলাদেশে করোনা ভাইরাসের কারণে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১৯৯। আজ বৃহস্পতিবার (৭ মে) এ তথ্য জানানো হয়। গত ২৪ ঘণ্টায় মোট ৬ হাজার ৩৮২টি নমুনা সংগ্রহ করা হয়েছে।

এরমধ্যে ৫ হাজার ৮৬৭টি নমুনা পরীক্ষা করে নতুন করে ৭০৬ জন ব্যক্তির করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ১২ হাজার ৪২৫ জনে দাঁড়াল। এছাড়া, বৃহস্পতিবার পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ১০৩ জন সুস্থ হয়েছেন এবং দেশে মোট সুস্থ হয়েছে, ১ হাজার ৯১০ জন।

Leave a Reply

Your email address will not be published.