প’রিচয় মিলেছে ওষু’ধ কিনতে গিয়ে মা’রা যাওয়া সেই ব্য’ক্তির
রাজধানীর ভাটারা থানার নতুন বাজার এলাকায় ওষু’ধ কিনতে গিয়ে ফা’র্মে’সি’তেই ছ’ট’ফট করতে করতে মা’রা যান এক ব্যক্তি।
(২৯ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে ওই ফা’র্মেসিতে ঢু’কে ওষু’ধ কেনার সময় হঠাৎ মা’টিতে প’ড়ে ছ’ট’ফট করতে থাকেন তিনি। এ সময় ফা’র্মেসির লো’কজন তাকে পানি পান করানোর চেষ্টা করেন। কিন্তু কিছুক্ষণের মধ্যে সেখানেই তার মৃ’ত্যু হয়।
বুধবার ভাটারা থানার উপপরিদর্শক এজাজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। শুরুতে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা তার নাম পরিচয় জানাতে না পারলেও এবার জানা গেলো তার সব তথ্য।
ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) এজাজুর রহমান বলেন, মা’রা যাওয়া ব্যক্তির নাম মো. আব্দুর রশিদ। তার বয়স আনুমানিক ৪৫ বছর। তিনি একটি সিকিউরিটি কোম্পানিতে কাজ করেন। তার গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলায়।
তিনি আরও বলেন, মারা যাওয়া ওই ব্যক্তি মূলত নিজের জন্যই ওষু’ধ কিনতেই ওই ফা’র্মেসিতে গিয়েছিলেন।
এদিকে আব্দুর রশিদের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। তার নমুনা সংগ্রহ করা এবং তা পরীক্ষা করাসহ অন্যান্য কাজগুলোর ব্যবস্থা করা হচ্ছে বলেও জানান ভাটারা থানার এই উপপরিদর্শক।
asianjournal.net