আল্লাহই পারেন আমাদের করোনা থেকে র’ক্ষা করতে: মিশা সওদাগর

আল্লাহ রাব্বুল আলামীনের কাছে নিজের একান্ত জানিয়ে অভিনেতা মিশা সওদাগর জানিয়েছেন, মহান আল্লাহ তাআলাই আমাদের র’ক্ষা করতে পারেন।

তিনিই আ’মাদের করোনা ভাই’রাস থেকে মুক্তি দিতে পারেন। প্রথম রোজা রাখার মধুর স্মৃ’তি সম্প’র্কে বলতে গি’য়ে মিশা বলেন স্পষ্ট কিছু মনে নেই। সম্ভবত তখন ক্লাশ ফোরে পড়ি।

বয়স কত হবে, আনুমানি’ক ১১ কি ১২। বাড়ি’তে সবাই রোজা রাখ’তো। আমার বড় ভাই বোনেরাও। সন্ধ্যায় দেখতাম সবার কত গুরুত্ব। থালার পর থালা খাবার সাজিয়ে দেয়া হতো সবাইকে।

আর আমি রোজা রাখতাম না বলে আমা’র দিকে কেউ মনযোগ দিতো না। গণমা’ধ্যমের স’ঙ্গে আলাপ’কালে অভিনেতা মিশা সওদাগর এসব কথা বলেন।

সবার দৃষ্টি আক’র্ষণের জন্য, বেশি করে সুস্বা’দু খাবা’রের জন্য রোখা রাখার চেষ্টা করতাম। মজার দিন ছিলো।

নিজের প্রথ’ম ইফতার বা সেহরির স্মৃতি রোমন্থ’ন করতে গিয়ে মিশা বলেন প্রথম ইফতার বা সেহরি মনে নেই। ছোটবেলাটা অনেক স্মৃতির।

তখন রোজাগুলো আস’তো অনেক আনন্দ নিয়ে। সব স্মৃতিই ম’জার ও স্পেশাল। আমি পুরান ঢাকার ছেলে। চকবাজার থেকে ইফতার আসতো রকমারি।

সেহরির খানাদান আনা হতো। সেসব খা’বার অমৃত মনে করে খেতাম। সারা’দিন রোজা রেখে অপে’ক্ষা করতাম কখন ইফতারের সময় হবে। iman24

Leave a Reply

Your email address will not be published.