আল আকসা মসজিদের ইমামের বাড়িতে ইসরাইলি সেনাদের হানা
মুসলিমদের প্রথম কেবলা আল আকসা মসজিদের ইমামের বাড়িতে ইসরাইলি সেনারা হানা দিয়েছে বলে জানা যায়। জেরুজালেম ইসলামিক কাউন্সিলের সভাপতি ও আল আকসা মসজিদের ইমাম শাইখ ইকরিমা সাবরির বাড়িতে সোমবার ইসরাইলি সেনারা জোড় করে ঢুকে পড়ে এবং বিভিন্ন হুকমি দেয়।
-কুদস নিউজ তিনি জানান, আল আকসা মসজিদে নামাজ আদায়ের অনুমতি দেওয়া নিয়ে ইসরাইলের অভিপ্রায় সম্পর্কে মন্তব্য করার কয়েক ঘন্টার পরই এই ঘটনা ঘটে। এর আগে, করোনাভাইরাস বিস্তার রোধে আল আকসা মসজিদ বন্ধ ঘোষণা করা হয়। ১৭ এপ্রিল সেখানকার মুসলিম নেতারা এই সিদ্ধান্ত নিয়েছিলো।
ওয়াল্ড মেটার ইনফো অনুসারে, ফিলিস্তিনে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৩৪২ জন। এটিতে মারা গেছে ২ জন এবং সুস্থ হয়েছে ৮৩ জন।ইনকিলাব| tdnbangla.com
ভারতের গুজরাটে আইন করে নিষিদ্ধ ঘোষণা করা হলো আযান!
আর পড়ুন
১২ জনের বেশি মুসল্লি নিয়ে নামাজ পড়ায় ইমামের উপর হামলা
গতকাল (বুধবার) দিবাগত রাতে (২৯/০৪/২০২০) কিশোরগঞ্জ জেলা সদর উপজেলার যশোদল বড়ইতলা গ্রামের শহীদ নগর জামে মসজিদের ইমাম ১২ জনের অধিক মুসল্লি নিয়ে তারাবিহের নামাজ পড়াতে অপারগতা প্রকাশ করায় ইমাম সহ ৫ জন সন্ত্রাসীদের হামলার শিকার।
কিভাবে বিদায় নিবে আমাদের দেশ থেকে করোনা নামক মহামারীর আজাব?
আমাদের কপাল ভাল। আল্লাহ তাআলা দয়া করে আমাদেরকে সামান্য আজাবের সম্মুখীন করেছেন আমরা তো এর চেয়ে আরো ভয়াবহ আজাব এর উপযুক্ত।
একদিকে ১২ জনের অধিক মুসল্লি নিয়ে তারাবিহের নামাজ পড়লে প্রশাসনের কাছে জবাবদিহিতা মূলক আইনের সম্মুখীন হতে হয়।
অপরদিকে ১২ জনের অধিক মুসল্লি নিয়ে নামাজ না পরার কারনে নিরীহ ইমাম-মুয়াজ্জিনগণ সন্ত্রাসীদের হামলার শিকার হতে হয়। মনে রাখবেন যে দেশে নিরীহ মানুষদের ওপর জুলুম অত্যাচার করা হয় সে দেশের মানুষদের সুখ-শান্তি এর চেয়ে বেশি আশা করা যায় না।
দেশের জনপ্রতিনিধিদেরকে বলবো
আপনারা হয়তো মসজিদ উন্মুক্ত করুন না হয় এই সমস্ত সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন।
অন্যথায় মনে রাখবেন এর চেয়ে আর ভয়াবহ বিপদ আমাদের জন্য অপেক্ষা করছে।
Collected :- Facebook