করোনার ভ্যাকসিন হতে হবে সকল মানুষের জন্য: এরদোয়ান
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদো’য়ান বিশ্ব নেতাদের সঙ্গে এক ভি’ডিও কনফা’রেন্সে বলেছেন, করো’না ঠে’কানোর যেকোনো ভ্যাকসিন তৈরি করা উচিত মানবতার জন্য। সারা বিশ্বের সকল মানুষের সম্পত্তি হওয়া উচিত করোনার ভ্যাকসিন।
সোমবার করো’নার ভ্যা’কসিন তৈরি ও চিকিৎসা’র জন্য জন্য আট দশমিক দুই বিলিয়ন ডলারের আন্তর্জাতিক তহবিল বৃদ্ধি করতে এই ভি’ডিও কনফা’রেন্সের আয়ো’জন করা হয়।
ইউরোপীয় ইউনিয়ন আয়ো’জিত অনলাইন করো’নাভাইরাস গ্লোবাল রে’সপন্স সামিটে এর’দোয়ান বলেন, একটি কভিড -১৯ রোগের ভ্যাকসিন অবশ্যই সমস্ত মানবজাতির অংশীদারমূলক সম্পত্তি হতে হবে।
যারা করোনাভা’ইরাসে আ’ক্রা’ন্ত হয়ে মা’রা গেছেন তাদের পরিবারের প্রতি সমবেদনা জানি’য়েছেন তিনি। আর যারা এখনো অসুস্থ তারা যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন সেই কামনা করেছেন তিনি।
কভিড-১৯ রোগে’র ভ্যা’কসিন তৈরির প্রচে’ষ্টায় তুর’স্কের আ’র্থিক সহযো’গিতা প্র’সঙ্গে তি’নি বলেন, আমরা ২৩ মের মধ্যে করোনার তহবিলে অর্থ দেওযার পরিমাণ ঘোষণা করব।
এই স’ময় তিনি জো’র দিয়ে বলেন, করো’নাভা’ইরাস মহামা’রি কেবল স্বা’স্থ্য স’ঙ্কট তৈ”রি করেছে এমন নয়। এটি রাজ’নৈতিক, অর্থনৈতিক এবং সামাজিক ক্ষেত্রে এক ধরনের অদ্বিতীয় পরীক্ষায় ফেলেছে সারা বিশ্বের মানুষদের। করোনা মহামা’রি আমাদের স্মরণ করিয়ে দিয়েছে যে আমাদের বিশ্বাস আলাদা হলেও ভাগ্য সাধারণত এক। সূত্র: আনাদলু এজেন্সি।