করোনায় অভাবে সুদের টাকা দিতে না পারায় পিটিয়ে হত্যা
কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়ায় সুদের লভ্যাংশের ৫০০ টাকা সময় মতো দিতে না পারায় ঋণীকে পি’টি’য়ে হ’ত্যা করা হয়েছে।
সোমবার (৪ মে) দুপুরে উপজেলার আলী আকবার ডেইল ইউনিয়নের হাটখোলা এলাকায় এ ঘ’টনা ঘ’টে। এ ঘ’টনায় ৫ জনকে আ’টক করেছে পু’লিশ।
কুতুবদিয়া থানা ‘ পু’লিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিদারুল ফেরদৌস এ তথ্য জানিয়েছেন।
নি’হ’ত বজল করিম (৪৫) আলী আকবার ডেইল ইউনিয়নের হাটখোলা এলাকার মৃ’ত ছাবের আহমদের ছেলে।
নি’হ’ত বজলের পরিবারের বরাত দিয়ে ওসি দিদারুল ফেরদৌস বলেন, প্রতিবেশী মোতালেবের ছেলে শাহাব উদ্দীন থেকে ফেব্রুয়ারির শেষের দিকে ৫০০ টাকা সুদে ৫ হাজার টাকা ঋণ নিয়েছিলেন বজল করিম।
ভারতের গুজরাটে আইন করে নিষিদ্ধ ঘোষণা করা হলো আযান!
মার্চের সুদের টাকা এপ্রিলের শুরুতে দিতে পারলেও করোনায় অ’ভাবের কারণে এপ্রিল মাসের সু’দের টাকা শোধ করতে পারেননি বজল।
এ নিয়ে সোমবার উভয়ের মাঝে কথা কা’টা’কা’টি হয়। একপর্যায়ে তা মা’রা’মা’রিতে রূপ নেয়। পাওনাদার শাহাব উদ্দীন, তার বাবা মোতালেবসহ অন্যান্যরা লা’ঠি দিয়ে বজলকে ‘ মা’র’ধ’র করেন।
এতে তিনি গুরুতর আ’হ’ত হন। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃ’ত ঘোষণা করেন।
ওসি দিদারুল আরও বলেন, ঘ’টনার খবর পেয়ে পু’লিশ অ’ভিযান চালিয়ে হা’ম’লার মূ’লহোতা শাহাব উদ্দীন, তার মা পুতিনা বেগম, বাবা মোতালেব, ভাই আলা উদ্দীন ও ভগ্নিপতি ফয়েজকে আটক করেছে।
অভাবের তাড়নায় ফেসবুকে হৃদয় বিদারক চিঠি লিখে যুবকের- আত্মহত্যা
নি’হ’তের ম’রদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল ম’র্গে পাঠানো হয়েছে। নি’হ’তের স্ত্রীও হা’ম’লায় আ’হ’ত হওয়ায় চিকিৎসাধীন। তিনি হাসপাতাল থেকে ছাড়া পেলেই মা’মলা হবে। bearinggreatnews
jagonews24