করোনা জয় করলেন ভৈরবের সেই এসি ল্যান্ড
করোনাভাইরাস থেকে সুস্থ হ’য়ে উঠেছেন কিশোরগঞ্জের ভৈরব উপ’জেলার সহকারী কমি’শনার, ভূমি (এসি ল্যান্ড) হিমাদ্রী খীসা। তিনি ভৈর’বে দায়িত্ব পালন করতে গিয়ে গত মাসের ১৭ তারিখ করোনায় আক্রান্ত হন। তারপর থেকে তিনি হোম কোয়ারেন্টিনে ছিলেন।
সোমবার রাতে এসি ল্যান্ডের করো’নামুক্তির চূড়ান্ত রি’পোর্ট আসে।
এর আগে করোনা’র সময় ভৈরবে সর’কারি নির্দেশ’না পালন ক’রতে গিয়ে এই এসি ল্যান্ড গত ১৬ এপ্রিল অসুস্থতা অনুভব করলে তার নমুনা পরীক্ষা করান। পর’দিন তার রিপোর্ট করোনা পজি’টিভ আসে। এরপর তিনি ডাক্তারের পরামর্শে হোম কোয়ারেন্টিনে থাকেন।
এরই মধ্য গত ২৬ এপ্রিল ও ১ মে দুবার তার নমুনা পরীক্ষা করা হয়। দুটি রিপোর্টই নেগেটিভ আসে। গতকাল সোমবার শেষ রিপোর্টে করোনা নেগেটিভ আসলে তাকে ভৈরব উপ’জেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে করোনা মুক্ত ছাড়পত্র দেওয়া হয়।
worldkhobor