খুলনার যুব নেতা মেহেদীর ইফতার সামগ্রী বিতরণ

শেখ নাসির উদ্দিন, খুলনা প্রতিনিধিঃ আজ রবিবার (১০ মে) বিকালে খুলনার খালি’শপুরে ইসলামী যুব আ’ন্দোলন খুল’না মহা’নগর সাংগঠনিক সম্পাদক যুব মোঃ মেহেদী হাসা’নের পক্ষ থেকে ১৫০ জন হতদরিদ্র ও অসহায়দের কাছে ইফতারি পৌঁছে দেয়া হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন ইসলা’ম আন্দো’লন বাংলা’দেশ খুলনা মহা’নগরের সভাপতি আলহাজ্ব মুফতী আমা’নুল্লাহ, নগর সহ প্রশিক্ষণ সম্পাদক মাওলানা হাফিজুর রহমান, ইসলা’মী যুব আ’ন্দোলন নগর সভাপতি আলহাজ্ব আবুল কাশেম, যুবনেতা ফেরদৌস গাজী সুমন, খালি’পুর থানা যুব আন্দোলন এর সাধা’রণ সম্পাদক ( ভারপ্রাপ্ত) মোঃ আব্দুস সবুর, যুব আন্দোলন খালিশপুর থানার সাংগঠ’নিক সম্পাদক মুহাম্মা’দ আব্দুল হালিম, যুব আন্দো”লন খালি’শপুর থানা’র মহিলা ও পরিবার কল্যাণ সম্পাদক মুহা’ম্মাদ ওবায়’দুর রহমান সহ প্র’মুখ নেতৃবৃ’ন্দ।

Leave a Reply

Your email address will not be published.