খুলনা মেডিকেলে আরও দুই নারীর করোনা শনাক্ত

শেখ নাসির উদ্দিন, খুলনা প্রতিনিধিঃ খুলনা মেডিকেল কলেজের আরটি পিসিআর মেশিনে আরও দুইজ’নের করোনাভা’ইরাস শনাক্ত হয়েছে। শনাক্ত হওয়া দুজনই নারী। একজ’নের বাড়ি খুলনার দিঘলিয়ায়, অপর’জনের বাসা বাগের’হাটের ক’চুয়া উপজেলায়। আজ রবিবার (১০ মে) রাতে তাদের নমুনা পরী’ক্ষার রিপোর্ট পাওয়ার পর এ তথ্য নিশ্চিত করেছেন খুলনা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ।

তিনি জানান, আজ রবিবার খুমেকের পিসি’আর ল্যাবে ১৭২ জ’নের নমুনা পরীক্ষা করা হ‌য়ে’‌ছে। যার মধ্যে খুলনা জেলার নমুনা ছিলো ৬৯টি।এদের মধ্যে দুইজনের রিপোর্ট পজিটিভ আসে। আক্রান্তদের মধ্যে একজন (৩১) দিঘলিয়া উপজেলার সেনহাটী এলাকার বাসিন্দা। আরে’কজন বাগের’হাটের কচুয়া উপজে’লার বাসিন্দা। তার নমু’না সংগ্রহ করে খুলনায় পাঠানো হয়েছিল। খুলনা মেডিকেল কলে’জ হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট ও করোনা ইউনিটের মুখপাত্র ডা. শৈলেন্দ্রনাথ বিশ্বাস জানান, দিঘলিয়া উপজেলায় আ’ক্রান্ত হওয়া ওই নারী সম্প্রতি ঢা’কা থেকে খুলনা এসেছেন।

রবিবার সকালে খুলনা মেডি’কেল কলেজ হাসপা’তালের ফ্লু কর্নারে এসে তিনি নমুনা দেন। পরীক্ষার পর তার করোনা শনাক্ত হয়। বর্তমানে তিনি নিজ বাসা’তেই রয়ে’ছেন। তিনি আরও জা’নান, রবিবার ভোরে খুমেক হাসপাতালের করোনা সাসপেক্টেড আইসোলেশন ওয়ার্ডে করো’নার উপসর্গ নিয়ে মারা যাও’য়া নগরীর টুটপাড়া এলা’কার বাসিন্দা খাদি’জা বেগম এর নমুনা পরীক্ষার পর রিপোর্ট নেগে’টিভ এসেছে।

Leave a Reply

Your email address will not be published.