নগরবাসীর মাঝে ফ্রি সবজি বিতরণ কিছু তরুণদের উদ্যোগে
করোনাভাইরাসের কারণে সারাদেশে অঘোষিত লকডাউনে অসহায় হয়ে পড়ছে রাজধানীর খেটে খাওয়া মানুষগুলো। দীর্ঘদিন কর্মহীন হয়ে বসে থাকার ফলে অর্থনৈতিক সমস্যায় ভুগছেন বেশিরভাগ মানুষ। প্রকৃতির কাছে অসহায় হয়ো পড়া মানুষগুলোর পাশে এগিয়ে এসেছে রাজধানীর বাড্ডার সেই তরুণরা।
আজ ২ মে তাদের উদ্যোগে ফ্রি সবজি বিতরণ করা হয়। গত ২১ শে এপ্রিল ২০২০ তাদের উদ্যোগে শতাধিক পরিবারের মাঝে রমজানের নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রী , ছোলা বুট, মুড়ি, চিনি, পিয়াজ, আলু, লবণ ও ১ টি করে সাবান বিতরণ করা হয়েছিলো। তারই ধারাবাহিকতায় আজ বাড্ডার বিভিন্ন প্রান্তে গরীব দিনমজুর , মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত মানুষের মাঝে সবজি বিতরণ করা হয়।প্রতি পরিবারের জন্য মিষ্টি কুমড়ো,বেগুণ,টমেটো ,ঢেঁড়স,কড়লা,কাঁচা মরিচ, পুঁইশাক ইত্যাদি বিতরণ করা হয়।