মেয়েকে গাছে বেঁধে মাকে গণধর্ষণ

বরগুনার তালতলীতে ৭ বছরের মেয়েকে গাছের স’ঙ্গে বেঁ’ধে মৃ’ত্যুর ভয় দেখিয়ে মাকে গণ’ধর্ষণ করার অভিযোগ উঠেছে।

ফেইসবুক থেকে ইনকাম করুন !

ভুক্ত’ভোগী নারী বৃহস্পতিবার রাতে থানায় মামলা করতে গেলে পুলিশ গণধ’র্ষণের মামলা না নিয়ে ধর্ষ’ণ চেষ্টার অভিযোগে মা’মলা নিয়েছে। ঘটনাটি ঘটেছে গত ২৩ এপ্রিল উপজেলার শুভসন্ধ্যা সমুদ্র সৈকত এলাকায়।

ভুক্ত’ভোগী বলেন, ২৩ এপ্রিল সকাল ৮টার দিকে শ্ব’শুর বাড়ি পিরোজপুরের মঠ’বাড়িয়া থেকে রওনা দিয়ে পাথ’রঘাটা পৌঁছান। সে’খান থেকে ট্রলার’যোগে তালতলী উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের শুভসন্ধ্যার তেতুলবাড়িয়া লঞ্চঘাটে সকাল ১০টার দিকে নামেন তিনি। তারপর এক মোটরসাইকেল চালকের সঙ্গে নিশানবাড়ীয়া খেয়াঘাট যাওয়ার চুক্তি করলে তাকে নিশানবাড়ীয়া খেয়াঘাট না নিয়ে জঙ্গলে নিয়ে যায়।

ফেইসবুক থেকে ইনকাম করুন !

সেখানে নিয়ে মোটরসাইকেল চালক মোবা’ইলে ডেকে আরও চারজনকে আনেন। তারপরে ওরা সবাই মিলে আমার মেয়ে’কে গাছের সঙ্গে বেঁধে রেখে খুনের ভয় দেখিয়ে আমাকে সকাল ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত পালাক্রমে ধর্ষণ করে।

পরব’র্তীতে তারা আমাকে অজ্ঞান অবস্থায় ফেলে রেখে চলে যায়। আমার জ্ঞান ফেরার পরে স্থানীয় লোক’জনের সহায়তায় অন্য মোটরসাইকেলযোগে নিশানবাড়িয়া এসে খেয়া পার হয়ে বাড়িতে পৌঁছাই। তিনি আরও বলেন, লোকলজ্জার ভয়ে এ ব্যাপারে আমি কোথাও অভিযোগ করিনি। কিন্তু বিষ’য়টি ব্যাপ’কভাবে জানাজানি হওয়ায় আমি থা’নায় এসে বিচার চাইতে বাধ্য হই।

এ ঘটনায় একাধিক স্থানীয়রা জানান, মোটরসাইকেল চালক জহিরুল ১০টার দিকে ওই না’রীকে শুভ’সন্ধ্যা সমুদ্র সৈকতের জঙ্গ’লের দিকে নিয়ে যায়। কিছুক্ষণ পরে এমাদুল, নজরুল, সোহাগ, সাইদুল ও জঙ্গলের দিকে যায়। বিকাল ৪টার দিকে ওই নারী রাস্তায় এসে জনসম্মুখে উক্ত ঘটনা প্রকাশ করলে তারা অন্য মোটরসাইকেলযোগে তাকে নিশা’নবাড়িয়া খেয়াঘাটে পাঠিয়ে দেই।

এ ব্যাপারে তালত’লী থানার ওসি মো. কামরুজ্জামান জানান, অভিযোগ দিতে ভুক্তভোগী নিজেই থানায় এসেছেন। তার জবানবন্দি রেকর্ড করা হয়েছে। এ ঘটনায় ধর্ষণ চেষ্টার অভিযোগে থানায় মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

ফেইসবুক থেকে ইনকাম করুন !

গণধ’র্ষণের ঘটনায় ধ’র্ষণ চেষ্টার মাম’লা নেয়ার বিষয়ে জানতে চাইলে ওসি বলেন, ভুক্তভোগী নারী আমাদের কাছে ধর্ষণ চেষ্টার কথা বলেছেন, আমরা সেই মামলাই নিয়েছি।

intoneed.com

আর পড়ুন

বমি কিংবা স্বপ্ন’দোষ হলে রোজা ভাঙবে কি?

উত্তর : সিয়ামরত আ’বস্থায় যদি কারো স্বপ্নদোষ হয়, তাহলে তার সিয়াম নষ্ট হবে না, যেহেতু তার অ’নিচ্ছায় এ কাজটি হয়েছে। যে কোনো আমলের মধ্যে যদি ই’চ্ছেকৃত বিষয় না থাকে বা অনিচ্ছাকৃত কোনো আ’মল বান্দার কাছ থেকে হয়ে যায়, এটা যদি সি’য়াম ভঙ্গকা’রী হয়ে থাকে, তাহলে এর মাধ্যমে সিয়াম নষ্ট হয় না।

রমাদান পরিকল্পনা ॥

ফেইসবুক থেকে ইনকাম করুন !

এ বছর রমা’দানের শুরুতেই, আপনার যাকাত আদায়ের পরিক’ল্পনা করে ফেলুন। আপনার যাকা’তবর্ষ পূর্ণ হতে কয়েক মাস বাকী থাকলেও, সম্ভব হলে এ রমা’দানেই যাকাত আদায় করে দিন। যাকাত অগ্রিম আদায় করা যায়। তাই, করো’না পরিস্থিতিতে অ’ভুক্ত ও অসহায় মানুষদের পাশে দাঁ’ড়াতে, আপনার যাকাতের অর্থ পৌঁছে দিন তাদের হাতে। কাজ’কর্ম সব বন্ধ থাকায়, খাদ্যাভাবে কঠিন সময় পার করছে শ্রমজীবি স্বল্প আয়ের এই মানুষগুলো। এমন সংকটাপন্ন মূহুর্তে এর চেয়ে ভালো কোন সৎক’র্ম আর হতে পারে না। পাশাপাশি, বিগত বছরের অ’পরিশোধিত যাকাত থাকলে সেটাও এই রমাদানে আ’দায়ের পরিকল্পনা করুন। আ’ল্লাহ তায়ালা ইরশাদ করছেন- “এবং আল্লা’হর সন্তুষ্টি লাভের আশায়, পবিত্র অন্ত’রে যে যাকাত তোমরা দিয়ে থাকো, তা বহুগুণে বৃদ্ধি পায়”। (আল-রুম: ৩৯)

কুরআনুল কারীম কে’ন্দ্রীক রমাদানে বিশেষ প্ল্যান করুন। খতম উঠা’নোর জন্য উঠেপড়ে না লেগে, বিশুদ্ধ তিলাওয়াত নিশ্চিত করুন এবং তাদাব্বুর তথা বুঝে বুঝে এবং অনুধাবন করে, কুরানিক ম্যা’সেজ গুলো হৃদ’য়ঙ্গম করার চেষ্টা করুন। তাড়াহুড়ো করে অনেকগুলো খতমের চেয়ে বুঝে পড়া ও তিলাওয়াতের গুণগত মান নিশ্চিত করা বেশী জ’রুরী। রমাদান আসার আগেই কুরআনের বিশেষ কিছু অংশ বা কয়েকটি সুরা মুখ’স্ত করার পরিকল্পনা করুন। পরিবারের সবাই মিলে মুখস্তকৃত অংশগুলো একে অপরকে শুনাতে পারেন। কোয়ারেনটা’ইনকে কুরআন টাইম বানান। আল্লাহ তায়ালা ইরশাদ করছেন- “এরপরও কি ওরা কোরআন নিয়ে গভীর ধ্যানে নিমগ্ন হয়ে তা অ’ন্তরে ধারণ করবে না? নাকি ওদের মনের দরজায় তালা ঝু’লিয়ে দেয়া হয়েছে?” (মুহাম্মাদ: ২৪)

যেহেতু লক’ডাউন চলছে, সবাইকে বাসায় থাকতে হচ্ছে, হাতে এখন প্রচুর সময়। সময়গুলো প্রোডা’ক্টিভ কাজে বিনিয়োগ করুন। বাসায় ইসলামি হালাক্বার আয়োজন করতে পারেন, যেখানে পরিবারের সদস্যরা সবাই মিলে কুরআনের সরল বংঙ্গানুবাদ, মর্মার্থ ও সং’ক্ষিপ্ত তাফসির কিংবা রিয়াদুস সলিহিন এর মত যে কোন হাদীস গন্থের উপর বিষয় ভিত্তিক সাম’স্টিক পাঠের ব্যবস্থা থাকবে। বিভিন্ন ইসলামিক স্কলারদের লেক’চারগুলো ইউটিউব থেকে শুনুন, তাদের লাইভ প্রোগ্রামগুলো’তে জয়েন করুন এবং এগুলো স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন। নলেজ শেয়ারিং অনেক বড় সাদাকাহ। রাসুলুল্লাহ (সা:) বলেছেন- “আমার পক্ষ হতে একটি বাণীও যদি তোমা’র জানা থাকে, তবে তা অন্যে’র কাছে পৌঁছে দাও”। (বুখারী)

তা’রাবির সালাতের ক্ষেত্রে, রাকাত বিতর্ক এড়িয়ে চলুন। ধীরেসুস্থে, একাগ্রচিত্তে এবং তাদিলুল আরকান মে’নটেইন করে সালাত আদায় করুন। বিশ রাকাত পড়তে পারাটাই উত্তম। আবার, রাসূল (সা:) এর আট রাকাতের হাদিসের বর্ননাও স্বত:সিদ্ধ। তাই, কোয়ান্টিটি নিয়ে বিতর্ক না করে, কোয়া’লিটি সালাতের দিকে মনযোগী হোন। ইসলামি শারিয়ায় যে ব্যাপারগুলোতে প্রশস্ততা রয়েছে সেগুলো নিয়ে বাড়াবাড়ি করা উচি’ত নয়। তাছাড়া, কুরআনে সুন্দর আম’লের কথা বলা হয়েছে, বেশী আমলের কথা নয়। তাই, সত:স্ফূর্ত ও প্রানবন্তভাবে রাতের সালাত দুই রাকাত দুই রাকাত করে যত বেশী আদায় করা যায় ততোই সাওয়াব। নিষ্প্রাণ সালাত আল্লাহ তায়ালার কাছে মূল্যহীন, যদিও তা সং’খ্যায় বেশী। রাসুলুল্লাহ (সা:) বলেছেন- “তোমাদের সাধ্যে যতটুকু কুলায় ততটুকুই ইবাদত কর। আল্লাহর শপথ, নিশ্চই আল্লাহ কখনো ক্লান্ত হবেন না বরং তোমরাই ক্লান্ত হয়ে পড়বে”। (মুসলিম)

সারা বছর হয়তো অনেকেরই তাহাজ্জুদ প’ড়ার সুযোগ হয়ে উঠেনা। এ মাসে এই বি’শেষ সুযোগটি কাজে লাগানো যেতে পারে।

ফেইসবুক থেকে ইনকাম করুন !

সাহুর খাওয়ার জন্য তো আমাদে’রকে উঠতেই হবে। তাই, প্রতিরাতে সাহুর খাওয়ার আগে অ’থবা পরে, দু্ চার রাকাত তাহাজ্জুদ আদায় করার পরিক’ল্পনা করুন। আল্লাহ তায়ালা ইরশাদ করেন- “আর রাত্রির কি’ছু অংশ তাহাজ্জুদে কুরআন পাঠ সহ জাগ্রত থাকুন। এটা আপনার জন্যে অতিরিক্ত। অচিরেই আপ’নার পালনকর্তা আপনাকে এক প্রশংসনীয় মাকামে অধিষ্ঠিত করবেন”। (বনি ইসরাইল: ৭৯)

পরিমিত ইফতার ও সাহুর গ্রহনের পরি’কল্পনা করুন। মাত্রাতিরিক্ত ইফ’তার ও সাহুর গ্রহনের ফলে অ’লসতা তৈরি হবে এবং সারাদিন কুরআন তিলাওয়াতে ও রাতে কিয়ামুল্লাইলে আপনি মজা পাবেন না।

তাই, রমাদানে হে’লথি ডায়েট মেনটেইন করার চেষ্টা করুন। এতে আপনার প্রোডা’ক্টিভিটি অনেক গুণে বেড়ে যাবে ইনশাআল্লাহ। রাসুলুল্লাহ (সা:) বলেছেন- “ পাকস্থলীর এক তৃতীয়াংশ খাবারের জন্য, এক তৃতীয়াংশ পানির জন্য এবং এক তৃতীয়াংশ থা’কবে শ্বাস প্রশ্বাসের জন্য” (তিরমিযি)

ক্বদর বা ভাগ্য’রজনী তালাশের জন্য, রমাদানের শুরু থেকেই সিরি’য়াসলি পরিকল্পনা নিয়ে রাখুন। প্রয়োজনে ক্যালে’ন্ডারে তারিখগুলো মার্ক করে রাখুন যাতে করে, কোন ভাবেই এ রাতের বারাকাহ মিস না হয়ে যায়।

ফেইসবুক থেকে ইনকাম করুন !

রমা’দানের শেষ দশকের বেজোড় রাত’গুলোর যে কোন একটি রাত হল- সেই বহু প্রতি’ক্ষীত ক্বদরের রাত। যে রাতে পবিত্র কুরআ’নুল কারীম নাযিল হয়েছে, যে রাত হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ, যে বরক’তময় রাতে আরশের মালিকের রাজকীয় ব্যবস্থাপনায় প্রতিটি গুরুত্বপূর্ণ বিষয়ে বিজ্ঞোচিত ফায়সালা দেয়া হয়, আর সে রাতে ফজর উদিত হওয়া অবদি গোটা দুনিয়ায় শান্তির সমীরণ বহে। সকল ব্যস্ততাকে ছুটি দিয়ে, ইবাদতে মশগুল থাকুন এ মহিমান্বিত রজনীতে। রাসুলুল্লাহ (সা:) বলেছেন- “যে ব্যক্তি ক্বদরের রাতের মাহাত্ম অর্জন থে’কে বঞ্চিত হল, সে আস’লেই দুর্ভাগা”। (নাসাঈ)

nayadigantajobs

 

আর পড়ুন

১২ জনের বেশি মুসল্লি নিয়ে নামাজ পড়ায় ইমামের উপর হামলা

গতকাল (বুধবার) দিবাগত রাতে (২৯/০৪/২০২০) কিশোরগঞ্জ জেলা সদর উপজেলার যশোদল বড়ইতলা গ্রামের শহীদ নগর জামে মসজিদের ইমাম ১২ জনের অধিক মুসল্লি নিয়ে তারাবিহের নামাজ পড়াতে অপারগতা প্রকাশ করায় ইমাম সহ ৫ জন সন্ত্রাসীদের হামলার শিকার।

কিভাবে বিদায় নিবে আমাদের দেশ থেকে করোনা নামক মহামারীর আজাব?
আমাদের কপাল ভাল‌। আল্লাহ তাআলা দয়া করে আমাদেরকে সামান্য আজাবের সম্মুখীন করেছেন আমরা তো এর চেয়ে আরো ভয়াবহ আজাব এর উপযুক্ত।

ফেইসবুক থেকে ইনকাম করুন !

একদিকে ১২ জনের অধিক মুসল্লি নিয়ে তারাবিহের নামাজ পড়লে প্রশাসনের কাছে জবাবদিহিতা মূলক আইনের সম্মুখীন হতে হয়।

অপরদিকে ১২ জনের অধিক মুসল্লি নিয়ে নামাজ না পরার কারনে নিরীহ ইমাম-মুয়াজ্জিনগণ সন্ত্রাসীদের হামলার শিকার হতে হয়। মনে রাখবেন যে দেশে নিরীহ মানুষদের ওপর জুলুম অত্যাচার করা হয় সে দেশের মানুষদের সুখ-শান্তি এর চেয়ে বেশি আশা করা যায় না।

দেশের জনপ্রতিনিধিদেরকে বলবো
আপনারা হয়তো মসজিদ উন্মুক্ত করুন না হয় এই সমস্ত সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন।
অন্যথায় মনে রাখবেন এর চেয়ে আর ভয়াবহ বিপদ আমাদের জন্য অপেক্ষা করছে।

ফেইসবুক থেকে ইনকাম করুন !

Collected :- Facebook

 

Leave a Reply

Your email address will not be published.