৪র্থ শ্রেণীর মাদ্রাসা ছাত্রীকে গণধর্ষ’ণ : থানায় মা’মলা

খুলনা নগরীর খানজাহান আলী থানাধীন যোগীপোল ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বিল্লালের বাড়ীর ভাড়াটিয়া ৪র্থ শ্রেণীর মাদ্রাসার শিক্ষার্থী(১৪) কে করোনা ভাইরাস ও মাহে রমজানকে উপেক্ষা করে গ’ণধ’র্ষণ করেছে। এব্যাপারে ভিকটিমের মা হেলেনা বেগম বাদী হয়ে শনিবার খানজাহান আলী থানায় মামলা দায়ের করে। মা’ম’লার এজাহার সূত্রে জানা যায়, গত ৩০ এপ্রিল সন্ধায় বিল্লালের বাড়ীর ভাড়াটিয়া (১৪) কে একই বাড়ীর অপর ভাড়াটিয়া নাহিদের পুত্র আমিনুল(১৭), যোগীপোল ৭নং ওয়ার্ডের মৃত শহিদের পুত্র আজিজুল (২১) ও জাব্দীপুর এলাকার আব্দুর রাজ্জাকের পুত্র পারভেজ(২৫) সুকৌশলে ডেকে নিয়ে পাশ্ববর্তী মুফতী মানসুরুর রহমানের পরিত্যাক্ত বাসভবনে নিয়ে এসে জোরপূর্বক পালাক্রমে ধর্ষণ করে । এসময় মানসুরুর রহমানের পুত্র মোঃ সানাউল্লাহ দেখে ফেললে ভিকটিমকে খাটের নিচে লুকিয়ে ফেলে।

ফেইসবুক থেকে ইনকাম করুন !

এক পর্যায়ে সানাউল্লাহ ভিকটিমকে খাটের নিচ থেকে বের করার সময় আসামীরা ভীকটিমের সাথে সানাউল্লাহর ছবি অসৎ উদ্যেশ্যে বিভিন্ন রকমের ভাবে মোবাইলে ধারণ করে। ঘটনার পরদিন আসামীরা তাঁর ঐ ছবি দেখিয়ে সানাউল্লাহর পিতা মানসুরুর রহমানের নিকট ৫০ হাজার টাকা চাঁদা দাবী করে। পরবর্তীতে মানসুর রহমান ভিকটিম ও তার মা’য়ের নিকট বিষয়টি জানতে চাইলে সকল ঘটনা খুলে বলে যে, আমিনুল,আজিজুল,পার’ভেজ এরা তিনজন আমাকে জোর পূর্বক প’র্যায়ক্রমে ধ’র্ষণ করে আমি এবং সানাউল্লাহ বাধা দিতে গেলে আমাদের দুইজনকেই মারপিট করে। পরবর্তীতে শুক্রবার ভিক’টিমকে নিয়ে খুলনা মেডিকেল ক’লেজ হা’সপাতালে চি’কিৎসার জন্য যায় তার স্বজ’নরা।

ফেইসবুক থেকে ইনকাম করুন !

গাই’নী বি’ভাগে ভর্তি হওয়ার পর অব’স্থা গু’রুতর হওয়ায় সেখান থেকে ভিক’টিমকে ওয়ান স্টপ ক্রাই’সিস সেন্টা’রে (ওসিসি)স্থা’নান্তর করা হয়। হাসপাতাল সূত্রে খবর পেয়ে খানজাহান আলী থানা অফিসার্স ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম প্রাথমিক ভাবে খুমেক হাসপাতালে যেয়ে ভিকটিমের নিকট থেকে জবানবন্ধী নেয়। ওসি মোঃ শফিকুল ইসলাম জানান এঘটনায় ভিক’টিমের মা হেলেনা বে’গম বাদী হয়ে নারী ও শি’শু নির্যা’তন আইনে মা’মলা দায়ের করেন। যার নং- ০১, তারিখ- ০২/০৫/২০২০। ঘটনায় জড়িতদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।

ফেইসবুক থেকে ইনকাম করুন !

এলাকাবাসী জানান উক্ত চক্রটি এলাকায় চুরি, ডাকাতি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধমুলক কর্মকান্ডের সাথে জড়িত। এলাকাবাসী ধর্ষণকারীদের দৃষ্টান্তমুলক শাস্তির জোর দাবী জানান।

kolahol.com

Leave a Reply

Your email address will not be published.