ফেসবুকে প্রিয় নবীজী (সঃ) কে নিয়ে কটুক্তি করায় স্নাতক তৃতীয় বর্ষের ছাত্রকে আটক করেছে পুলিশ
ফেসবুকে প্রাণ প্রিয় নবীজী হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে নিয়ে কটুক্তি করায় রায়হান হুদা অমিত নামে স্নাতক তৃতীয় বর্ষের ছাত্রকে আ’ট’ক করেছে পু’লিশ।
ফেইসবুক থেকে ইনকাম করুন !
.
★ আ’ট’ককৃত ছাত্রের বাড়ি পঞ্চগড় পৌরসভা’র মিঠাপুকুর এলাকায়।
.
★ তার বাবা নুরুল হুদা ভজনপুর ডিগ্রী কলেজের ইতিহাস বিভাগের অধ্যাপক।
.
★ একই সাথে তিনি পঞ্চগড় জে’লা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক।
শনিবার (১৮ এপ্রিল) বেলা এগারটার দিকে পঞ্চগড় পৌরসভা’র মিঠাপুকুর এলাকা থেকে ঐ ছাত্রের নিজস্ব বাড়ি হতে পু’লিশ তাকে আ’ট’ক করে।
ভারতের গুজরাটে আইন করে নিষিদ্ধ ঘোষণা করা হলো আযান!
গত শুক্রবার করো’না ভাই’রাস ঠেকাতে লকডাউন না মেনে মু’সল্লিরা নামাজ পড়ায় তাদেরকে “চো’র” আখ্যায়িত করা দরকার বলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোষ্ট দেয়।
.
পরবর্তিতে বিভিন্ন কমেন্টের জবাবে সে মহানবী প্রিয় নবীজী হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সমন্ধে অশ্লীল মন্তব্য করে। তার এই পোষ্টটি ভাই’রাল হলে মহানবী প্রিয় নবীজী হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কে কটুক্তি করার অ’প’রাধে ফেসবুকে তাকে গ্রে’প্তার করে বিচারের দাবী ওঠে।
.
সে রংপুর কারমাইকেল কলেজে সমাজ বিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র। বর্তমানে তার আইডিটি ফেসবুকে পাওয়া যাচ্ছে না।
.
অ’ভিযোগ উঠেছে এর আগেও ইস’লাম ধ’র্মকে নিয়ে সে বিভিন্ন রকম ব্যাঙ্গাত্মক মূলক পোষ্ট দিত। এ নিয়ে তার বন্ধুরাও তাকে সাবধান করেছিলো। বর্তমানে পঞ্চগড় সদর থা’না পু’লিশ হাজতে অবস্থান করছে।
ফেইসবুক থেকে ইনকাম করুন !
.
পঞ্চগড় এর অ’তিরিক্ত পু’লিশ সুপার সুদর্শন কুমা’র রায় আ’ট’কের বিষয়টি নিশ্চিত করেছেন। একই সাথে তিনি বলেন, নবীকে কটুক্তির দায়ে তাকে আপাতত পু’লিশ তাকে আ’ট’ক করেছে। তার বি’রুদ্ধে পরবর্তী আইনি প্রদক্ষেপ নেওয়ার জন্য কাজ করছে পু’লিশ।
.
জানা যায়, ঐ যুবক কারমাইকেল কলেজ এর সমাজবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র। পঞ্চগড় সদর থা’নার ওসি ত’দন্ত জামাল হোসেন জানায় বর্তমানে ঐ যুবকের বি’রুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মা’মলার প্রক্রিয়া চলমান রয়েছে। মা’মলার প্রক্রিয়া সম্পন্ন হলে তাকে আ’দালতে পাঠানো হবে।
★ সুত্র: http://jagoronnews.com/?p=117928
আর পড়ুন
১২ জনের বেশি মুসল্লি নিয়ে নামাজ পড়ায় ইমামের উপর হামলা
গতকাল (বুধবার) দিবাগত রাতে (২৯/০৪/২০২০) কিশোরগঞ্জ জেলা সদর উপজেলার যশোদল বড়ইতলা গ্রামের শহীদ নগর জামে মসজিদের ইমাম ১২ জনের অধিক মুসল্লি নিয়ে তারাবিহের নামাজ পড়াতে অপারগতা প্রকাশ করায় ইমাম সহ ৫ জন সন্ত্রাসীদের হামলার শিকার।
কিভাবে বিদায় নিবে আমাদের দেশ থেকে করোনা নামক মহামারীর আজাব?
আমাদের কপাল ভাল। আল্লাহ তাআলা দয়া করে আমাদেরকে সামান্য আজাবের সম্মুখীন করেছেন আমরা তো এর চেয়ে আরো ভয়াবহ আজাব এর উপযুক্ত।
একদিকে ১২ জনের অধিক মুসল্লি নিয়ে তারাবিহের নামাজ পড়লে প্রশাসনের কাছে জবাবদিহিতা মূলক আইনের সম্মুখীন হতে হয়।
অপরদিকে ১২ জনের অধিক মুসল্লি নিয়ে নামাজ না পরার কারনে নিরীহ ইমাম-মুয়াজ্জিনগণ সন্ত্রাসীদের হামলার শিকার হতে হয়। মনে রাখবেন যে দেশে নিরীহ মানুষদের ওপর জুলুম অত্যাচার করা হয় সে দেশের মানুষদের সুখ-শান্তি এর চেয়ে বেশি আশা করা যায় না।
দেশের জনপ্রতিনিধিদেরকে বলবো
আপনারা হয়তো মসজিদ উন্মুক্ত করুন না হয় এই সমস্ত সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন।
অন্যথায় মনে রাখবেন এর চেয়ে আর ভয়াবহ বিপদ আমাদের জন্য অপেক্ষা করছে।
Collected :- Facebook