নতুন ল্যাপটপ বাজারে

সম্প্রতি বাজারে এসেছে বেশকিছু নতুন ল্যাপটপ। সব ধরনের বাজেটে এসব ল্যাপটপ পাওয়া যাচ্ছে। শক্তিশালী ল্যাপটপের চাহিদা বেশি থাকার কারণে এই সেগমেন্টে প্রায় সব জনপ্রিয় কোম্পানির ল্যাপটপ বাজারে রয়েছে। শক্তিশালী প্রসেসর, র‍্যাম, স্টোরেজের সঙ্গেই এই ল্যাপটপগুলোতে রয়েছে ৪কে আলট্রা এইচডি ডিসপ্লে।

লেনোভো যোগা এস৭৪০: এই ল্যাপটপে রয়েছে ১৪ ইঞ্চি টাচস্ক্রিন ডিসপ্লে। এই ডিসপ্লেতে ৪কে রেজোলিউশন থাকছে। ল্যাপটপের ভিতরে রয়েছে ইনটেল কোর আই-৭ প্রসেসর, ১৬জিবি র‍্যাম ও ১টিবি এসএসডি।

এইচপি স্পেক্টার এক্স৩৬০ ১৫-ডিএফ১০০৪টিএক্স: এই ল্যাপটপে রয়েছে ১৫ ইঞ্চি ৪কে ডিসপ্লে। ল্যাপটপের ভিতরে রয়েছে ইনটেল কোর আই-৭ প্রসেসর, ১৬জিবি র‍্যাম ও ৫১২জিবি এসএসডি স্টোরেজ।

লেনোভো থিঙ্কপ্যাড পি১: এই ল্যাপটপে রয়েছে ১৫.৬ ইঞ্চি ৪কে ডিসপ্লে। ল্যাপটপের ভিতরে রয়েছে ইনটেল কোর আই-৭ প্রসেসর, ১৬জিবি র‍্যাম ও এনভিডিয়া কোয়াড্রো টি২০০০ জিপিইউ।

Leave a Reply

Your email address will not be published.