মসজিদ ভাংচুর করলো একদল সন্ত্রাসী মহল
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ৮নং দৌলতপুর ইউপির পূর্ব বনুয়াপাড়া জামে মসজিদের নির্মাণাধীন মিনার,দেওয়াল ও জানালা বেলচা ও দেশীয় অস্ত্র দিয়ে ভাংচুর করছে একটি প্রভাবশালী সন্ত্রাসী মহল।
ঘটনায় পর থেকে এলাকায় মুসল্লিদের মধ্যে চাপা উত্তেজনা বিরাজ করছে।
আজ (৩০মার্চ) সোমবার দুপুরে এ ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা গেছে,দিনাজপুর জেলা প্রশাসকের অনুমতি নিয়ে পাশ্ববর্তী সেতাবগঞ্জ থানার একজন বালু ব্যবসায়ী টাঙ্গন নদীর বনুয়াপাড়া ঘাটে বালু উত্তোলন করছিলেন।সে সময় পীরগঞ্জের কাস্তোর,নানোহোর,বালুবাড়ি এলাকার একদল সন্ত্রাসী নীরুন,কমলা,দিনেশ,মধু,স্বপনসহ ৩৫/৪০ জন দাবী করে ঐ বালু ব্যবসায়ী পীরগঞ্জ থানার আওতাধীন বালুর ঘাটে বালু উত্তোলন করছিলেন।এ নিয়ে তাদের মধ্যে বাক দন্দ দেখা দেয়।
পরবর্তীতে তারা ফিরে আসার সময় পূর্ব বনুয়াপাড়া জামে মসজিদে অর্তকিত ভাবে হামলা করে।
মসজিদ কমিটির সভাপতি মোঃআফতাব উদ্দীন বলেন,মুসল্লীরা যোহরের নামাজ শেষ করার আগ মূহুর্তে সন্ত্রাসীরা মসজিদে হামলা করে পালিয়ে যায়।তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া চলছে।
৮নং দৌলতপুর ইউপির চেয়ারম্যান কার্তিক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে আজকের কলমকে জানান ,যারাই মসজিদে হামলা করেছে তাদের সকলকে আইনের আওতায় আনা হবে।
এ ব্যাপারে পীরগঞ্জ থানার ওসি জনাব প্রদীপ কুমার রায় বলেন, এ ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেছি।অভিযোগ পেলেই অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন অতি দ্রুত অভিযুক্তদের সর্বোচ্চ আইনি ব্যবস্থার আওতায় আনা হবে।
সূত্র:- ajkerkalom.com
আর পড়ুন
গৃহবধূকে ধর্ষণ করতে গিয়ে পুরুষাঙ্গ কর্তন
গাইবান্ধার ফুলছড়িতে গৃহবধূকে ধর্ষণ করতে গিয়ে পু’রুষাঙ্গ ক’র্তনের শিকার হয়েছেন পাঁচ স’ন্তানের জনক রু’হুল আমিন।
(২৯ এপ্রিল) রাতে উপজেলার এরেন্ডাবাড়ী ইউনিয়নের দক্ষিণ সন্যাসীর চর গ্রামে এ ঘটনা ঘটে।
ঘটনারর পর থেকে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
আহত অবস্থায় বৃহস্পতিবার সকালে রুহুল আমিনকে (৪৫) গা’ইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিজের সম্ভ্রম বাঁচাতে এ কাজ করেছেন বলে জানান ওই গৃহবধূ।
গৃহ’বধূর পরিবার ও স্থা’নীয়রা জানিয়েছে, চরাঞ্চলীয় ওই ইউনিয়নের দক্ষিণ সন্যাসীর চর গ্রামের এক জেলের স্ত্রীর সাথে প্রতিবেশি আওলাদ হোসেনের পুত্র রুহুল আমিন দীর্ঘদিন যাবত অনৈতিক সম্পর্ক স্থাপনের চেষ্টা করে ব্যর্থ হয়।
তারই ধারাবাহিকতায় বুধবার রাতে ওই জেলে নদীতে মাছ ধরতে গেলে এই সুযোগে লম্পট রুহুল আমিন বাড়িতে প্রবেশ করে ঘুমন্ত অবস্থায় উক্ত গৃহবধূকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে।
এ সময় গৃ’হবধূ তার সম্ভ্রম বাঁচাতে ধারালো ব্লেড দিয়ে রুহুল আমিনের পু’রুষাঙ্গ কেটে দেয়।
ঘটনার পর রুহুল আমিন দৌড়ে পালিয়ে যেতে সক্ষম হয়। বৃহস্পতিবার সকালে রুহুল আমিনের পরিবারের লোকজন আহত অবস্থায় তাকে গা’ইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করে।
ফুলছড়ি থানার অফিসার ইনচার্জ ওসি কাওছার আলী দৈনিক আস্থাকে জানান, এ ব্যাপারে দুই পক্ষই অভিযোগ দিতে আসতেছে।
অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।