ঋষি কাপুরের মেয়ে বাবাকে শেষ দেখার অনুমতি পেলেন না
না ফেরার দেশে চলে গেলেন বলিউডের বিখ্যাত অভিনেতা ঋষি কাপুর। তার প্রস্থানে শোকের চাদরে ঢাকা পড়েছে ভারতীয় শোবিজ দুনিয়া।
এদিকে জানা গেল, বাবাকে শেষবারের মতো দেখতে আসার জন্য ফ্লাইটে চড়ার অনুমতি পাননি ঋষির মেয়ে ঋদ্ধিমা কাপুর। স্বামী-সন্তান নিয়ে দিল্লিতে থাকেন তিনি।
এদিকে করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে বর্তমানে ভারতে চলছে লকডাউন। সেজন্য বাবাকে শেষবার দেখতে বিমানে মুম্বাই যাওয়ার অনুমতি নিতে চেয়েছিলেন ঋদ্ধিমা। কিন্তু তাকে অনুমতি দেওয়া হয়নি।
শেষমেশ সড়কপথে ভ্রমণের অনুমতি পান ঋদ্ধিমা। এরপর ১৪৪৭ কিলোমিটার পথ পেরিয়ে মুম্বাই পৌঁছেছেন তিনি।
প্রসঙ্গত, ঋষি কাপুর মুম্বাইয়ে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে না ফেরার দেশে চলে গেছেন। দীর্ঘদিন লিউকেমিয়া ক্যান্সারে ভুগে মৃত্যু হয়েছে তার।
jagonews24
আরো পড়ুন
কোয়ারেন্টাইনে থাকা এক অন্ধ নারীকে লাগাতার ধ’র্ষণ
না’টকীয় বললেও কম বলা হয়। করোনা ভাই’রাস মহা’মারিতে যেখানে অত্যন্ত প্রয়োজন ছাড়া ঘর থেকেই বেরোনো মানা, তারমধ্যেও কিছুতেই কম হচ্ছে না মহি’লাদের যৌ`ন হে’নস্তা’র ঘটনা৷ কোয়ারেন্টা’ইনে থাকা অন্ধ নারীকে ধ’র্ষণ! এরকমই ঘটনা ঘটল ভারতের ভোপালে ৷ ধ’র্ষ’ণ হলেন কোয়ারেন্টাইনে থাকা এক না’রী। তার বয়স ৫৩ বছর। লকডাউনে স্বামী রাজস্থানে আ’টকে যাওয়ায় নিজের ভোপালের বাড়িতে একাই ছিলেন ব্যাঙ্কের ক’র্মী ওই দৃষ্টিহীণ নারী৷ অফিস করায় তাকে দেয়া হয়েছিল কোয়া’রেন্টাইন।
এই অবস্থায় বাড়ির বারান্দা দিয়ে ঘরে ঢুকে আসে ধ’র্ষক ৷ ঢুকেই মহিলার কাছে থেকে ছিনিয়ে নেয় তাঁর ফোন। এরপর তাকে দ’ফায় দ’ফায় ধ’র্ষ’ণ করে।
এরপরেই প্রচণ্ড চিৎকার করতে শুরু করেন ওই মহিলা ৷ তাঁর চিৎকার শুনে দরজা ভেঙে বাড়িতে ঢোকে’ন প্রতিবেশীরা। তবে তার আগেই পালিয়ে যায় ধ’র্ষক।