কোয়ারেন্টাইনে থাকা এক অন্ধ নারীকে লাগাতার ধ’র্ষণ
না’টকীয় বললেও কম বলা হয়। করোনা ভাই’রাস মহা’মারিতে যেখানে অত্যন্ত প্রয়োজন ছাড়া ঘর থেকেই বেরোনো মানা, তারমধ্যেও কিছুতেই কম হচ্ছে না মহি’লাদের যৌ`ন হে’নস্তা’র ঘটনা৷ কোয়ারেন্টা’ইনে থাকা অন্ধ নারীকে ধ’র্ষণ! এরকমই ঘটনা ঘটল ভারতের ভোপালে ৷ ধ’র্ষ’ণ হলেন কোয়ারেন্টাইনে থাকা এক না’রী। তার বয়স ৫৩ বছর। লকডাউনে স্বামী রাজস্থানে আ’টকে যাওয়ায় নিজের ভোপালের বাড়িতে একাই ছিলেন ব্যাঙ্কের ক’র্মী ওই দৃষ্টিহীণ নারী৷ অফিস করায় তাকে দেয়া হয়েছিল কোয়া’রেন্টাইন।
এই অবস্থায় বাড়ির বারান্দা দিয়ে ঘরে ঢুকে আসে ধ’র্ষক ৷ ঢুকেই মহিলার কাছে থেকে ছিনিয়ে নেয় তাঁর ফোন। এরপর তাকে দ’ফায় দ’ফায় ধ’র্ষ’ণ করে।
এরপরেই প্রচণ্ড চিৎকার করতে শুরু করেন ওই মহিলা ৷ তাঁর চিৎকার শুনে দরজা ভেঙে বাড়িতে ঢোকে’ন প্রতিবেশীরা। তবে তার আগেই পালিয়ে যায় ধ’র্ষক।