ফেইসবুক চালু করলো মেসেঞ্জার কিডস
সামাজিক যোগাযোগ মাধ্যম প্রতিষ্ঠান ফেইসবুক শিশু’দের উপযোগী মেসেজিং প্ল্যাট’ফর্ম মেসে’ঞ্জার কিডস বাংলা’দেশে উন্মুক্ত করল । ফেইসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, বাংলাদেশসহ ৭৫টি দেশে একসঙ্গে সেবাটি চালু করা হচ্ছে। করোনাভাইরাস পরিস্থি’তিতে বেশির ভাগ মানুষ লকডা’উনে বা’ড়িতে আটকে আছেন। আর এ সুযোগে মেসেঞ্জার কিডস সেবাটি জনপ্রিয় করতে যাচ্ছে ফেইসবুক।
যেসব শিশু লকডাউনে বাইরে যেতে পা’রছে না, তাদের নিরা’পদ যোগাযোগে’র জন্য মেসেঞ্জা’রের বিশেষ এ সংস্কর’ণটি কাজে লাগবে। এটি মেসেঞ্জারের বিকল্প হিসেবে শিশুরা ব্যবহার করতে পারবে।
ফেইস’বুক কর্তৃ’পক্ষ জানি’য়েছে, তারা মেসে’ঞ্জারের সং’স্করণে প্যারেন্টাল কন্ট্রোল যুক্ত করেছে যাতে শিশুর অনলাইন কার্যক্রম অভিভাবক হিসেবে নজর’দারি করার সুযোগ থাক’বে। এতে অন্য শিশু’দের সঙ্গে বন্ধুত্বে’র বিষয়’টি মা–বাবা ঠিক করে দিতে পারবেন। শিশুদের বন্ধু তৈরি বা বাতিল করার সুবিধাও থাকবে।এতে অভিভাবকদের জন্য বিশেষ ড্যাশবোর্ড থাকবে। তারা কন্টাক্ট যুক্ত করা বা সরিয়ে ফেলার সুবিধা পাবেন। এ ছাড়া বাবা-মা চাইলে অ’ন্য শিশু’র বাবা মাকে তাদের শি’শুর গ্রু’প চ্যাটে যুক্ত করার অনু’মতি দিতে পারবেন।