লকডাউনের মধ্যে কওমী মাদরাসার ১৬টি সিলিং ফ্যান চুরি
জামালপুরে একটি কওমী মাদরাসায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোরের দল মাদরাসা থেকে ১৬টি সিলিং ফ্যান এবং প্রয়ো’জনীয় আসবাবপত্র চুরি করে নিয়ে যায়।
জামা’লপুর সদর উপজেলার ১১নং শাহবা’জপুর ইউনিয়নের জামিয়া আরাবিয়া মিনহাজুল উলুম মাদরা’সায় এ চুরির ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, করোনা পরিস্থি’তির কারণে মাদরাসা বন্ধ থাকায় গত বৃহ’স্পতিবার (৩০ এপ্রিল) রাতের মধ্যে কোন এক সময়ে এ চুরির ঘটনা ঘটেছে। চোরের দল টিনের চাল কেটে শ্রেণীকক্ষে ঢুকে ফ্যান গুলো চুরি করে। শুক্রবার সকাল বেলায় বিষ’য়টি জানাজানি হয়।
চুরির বিষ’য়টি খতিয়ে দেখে সঠিক বিচা’রের আওতায় এনে এদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান স্থানীয়রা।
jamalpurerhalcha
ভারতের গুজরাটে আইন করে নিষিদ্ধ ঘোষণা করা হলো আযান!
আর পড়ুন
১২ জনের বেশি মুসল্লি নিয়ে নামাজ পড়ায় ইমামের উপর হামলা
গতকাল (বুধবার) দিবাগত রাতে (২৯/০৪/২০২০) কিশোরগঞ্জ জেলা সদর উপজেলার যশোদল বড়ইতলা গ্রামের শহীদ নগর জামে মসজিদের ইমাম ১২ জনের অধিক মুসল্লি নিয়ে তারাবিহের নামাজ পড়াতে অপারগতা প্রকাশ করায় ইমাম সহ ৫ জন সন্ত্রাসীদের হামলার শিকার।
কিভাবে বিদায় নিবে আমাদের দেশ থেকে করোনা নামক মহামারীর আজাব?
আমাদের কপাল ভাল। আল্লাহ তাআলা দয়া করে আমাদেরকে সামান্য আজাবের সম্মুখীন করেছেন আমরা তো এর চেয়ে আরো ভয়াবহ আজাব এর উপযুক্ত।
একদিকে ১২ জনের অধিক মুসল্লি নিয়ে তারাবিহের নামাজ পড়লে প্রশাসনের কাছে জবাবদিহিতা মূলক আইনের সম্মুখীন হতে হয়।
অপরদিকে ১২ জনের অধিক মুসল্লি নিয়ে নামাজ না পরার কারনে নিরীহ ইমাম-মুয়াজ্জিনগণ সন্ত্রাসীদের হামলার শিকার হতে হয়। মনে রাখবেন যে দেশে নিরীহ মানুষদের ওপর জুলুম অত্যাচার করা হয় সে দেশের মানুষদের সুখ-শান্তি এর চেয়ে বেশি আশা করা যায় না।
দেশের জনপ্রতিনিধিদেরকে বলবো
আপনারা হয়তো মসজিদ উন্মুক্ত করুন না হয় এই সমস্ত সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন।
অন্যথায় মনে রাখবেন এর চেয়ে আর ভয়াবহ বিপদ আমাদের জন্য অপেক্ষা করছে।
Collected :- Facebook