২০৩০ সালে ৩৬ দিন রোজা হবে!

আরবি মাস ২৯ বা ৩০ দিনে হয়ে থাকে। রমজানও এর বাইরে নয়। তবে ২০৩০ সালের রমজান মাস ৩৬ হয়ে যাবে!

রমজান মাস ঠিকই থাকবে। তবে বছ’রের শুরু ও শেষে দুই বার দেখা মিল’বে রমজা’ন মা’সের। তাতেই মুস’লমানরা একই বছর ৩৬ দিন রোজা পালন করবে। এমনটি জানিয়ে’ছেন সৌদি আ’রবের এক বিশ্ববি’দ্যালয়ের ভূগোল বিভাগের জলবায়ুর অধ্যাপক ড. আব্দুল্লাহ আল-মুসনাদ।

ফেইসবুক থেকে ইনকাম করুন !

সৌদি আরবের আল-কাসিম বিশ্ববিদ্যালয়ের ভূগোল বি’ভাগের জলবায়ুর অধ্যাপ’ক ড. আব্দুল্লাহ আল-মুসনাদ টুইটারে লিখেছেন, ২০৩০ সালের ৫ জানু’য়ারি মোতাবেক ১৪৫১ হিজরির পবি’ত্র রমজান মাস শুরু হবে।

আশা করা যায় এ মাসটি ৩০ দিন পূর্ণ হবে। আবার একই বছর ২৬ ডিসে’ম্বর মোতাবেক ১৪৫২ হিজরির পবিত্র রমজান মাস শুরু হবে। তাতে ডি’সেম্বরে মুমিন মুসলমান ৬ দিন রোজা পালন করবে। সে হিসা’বে ২০৩০ সালে মুসলিম উম্মাহ ৩৬ দিন রোজা পালন করবে।

ফেইসবুক থেকে ইনকাম করুন !

এমনটি হও’য়ার কারণ ব্যাখ্যা করে এ অ’ধ্যাপক বলেন, চন্দ্র আর সৌরবর্ষের মধ্যে প্রতি বছর ১১ দিন ব্যবধান থাকে। চন্দ্র বছরের মাসগুলো ২৯ কিংবা ৩০ দিন হয়ে থাকে। আর সৌরবর্ষের মাসগুলো ৩০ ও ৩১ দি’নে নি’র্ধারিত।

সে কারণে বছর শেষে চন্দ্র বছর ১১ দিন কমে যায়। আর এভাবে ২০৩০ সালে পবি’ত্র রমজান মাসের শুরু হবে দুই বার।

somoyerkonthosor

Leave a Reply

Your email address will not be published.