সিঙ্গেলদেরকে কেয়ার রিয়েক্ট দেওয়া হবে না – মার্ক জুকারবার্গ

করোনা ভাইরাস বর্তমানে মহামারীতে রূপ নিয়েছে। করোনা ভাইরাস সচেতনতায় ফেসবুক নতুন একটি রিয়েক্ট বের করেছে। রিয়েক্ট এর নাম হলো কেয়ার রিয়েক্ট।

ফেইসবুক থেকে ইনকাম করুন !

এই কেয়ার রিয়েক্ট অনেকের কাছে আসছে আবার অনেকের আইডি তে আসছে না। এটা নিয়েই অসন্তোষ প্রকাশ পাওয়া গিয়েছে। অনেকে বারবার ডাটা ক্লিয়ার করে আপডেট দেওয়ার পরও ফেসবুক অ্যাপে এই রিয়াক্ট আসেনি।

গোপন সংবাদের ভিত্তিতে জানা গেছে, যাদের একাউন্টে এই রিয়া টা আসছে না তারা মূলত এই রিয়েক্ট নিয়ে কোন পোস্ট দেখলেই সেখানে হাহা রিঅ্যাক্ট দিচ্ছে।

তবে এই বিষয়ে ক্লিয়ার করেছেন ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ।
তিনি জানিয়েছেন সিঙ্গেলদের কেয়ার রিয়েক্ট দেওয়া হবে না। কারণ তাদেরকে কেয়ার করার মতো কেউ নেই।

মার্ক জুকারবার্গ এর এই বক্তব্য শুনার পর বাংলাদেশি অনেক দুষ্টু পোলাপান, কে সিঙ্গেল বা কে মিঙ্গেল সেটা এই কেয়ার রিয়েক্ট দিয়েই খুঁজে বের করছে।

Collect :- Facebook , Just For Fun

ফেইসবুক থেকে ইনকাম করুন !

আর পড়ুন

গৃহবধূকে ধর্ষণ করতে গিয়ে পুরুষাঙ্গ কর্তন

গাইবান্ধার ফুলছড়িতে গৃহবধূকে ধর্ষণ করতে গিয়ে পু’রুষাঙ্গ ক’র্তনের শিকার হয়েছেন পাঁচ স’ন্তানের জনক রু’হুল আমিন।

(২৯ এপ্রিল) রাতে উপজেলার এরেন্ডাবাড়ী ইউনিয়নের দক্ষিণ সন্যাসীর চর গ্রামে এ ঘটনা ঘটে।

ঘটনারর পর থেকে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
আহত অবস্থায় বৃহস্পতিবার সকালে রুহুল আমিনকে (৪৫) গা’ইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিজের সম্ভ্রম বাঁচাতে এ কাজ করেছেন বলে জানান ওই গৃহবধূ।

গৃহ’বধূর পরিবার ও স্থা’নীয়রা জানিয়েছে, চরাঞ্চলীয় ওই ইউনিয়নের দক্ষিণ সন্যাসীর চর গ্রামের এক জেলের স্ত্রীর সাথে প্রতিবেশি আওলাদ হোসেনের পুত্র রুহুল আমিন দীর্ঘদিন যাবত অনৈতিক সম্পর্ক স্থাপনের চেষ্টা করে ব্যর্থ হয়।
তারই ধারাবাহিকতায় বুধবার রাতে ওই জেলে নদীতে মাছ ধরতে গেলে এই সুযোগে লম্পট রুহুল আমিন বাড়িতে প্রবেশ করে ঘুমন্ত অবস্থায় উক্ত গৃহবধূকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে।

ফেইসবুক থেকে ইনকাম করুন !

এ সময় গৃ’হবধূ তার সম্ভ্রম বাঁচাতে ধারালো ব্লেড দিয়ে রুহুল আমিনের পু’রুষাঙ্গ কেটে দেয়।
ঘটনার পর রুহুল আমিন দৌড়ে পালিয়ে যেতে সক্ষম হয়। বৃহস্পতিবার সকালে রুহুল আমিনের পরিবারের লোকজন আহত অবস্থায় তাকে গা’ইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করে।

ফুলছড়ি থানার অফিসার ইনচার্জ ওসি কাওছার আলী দৈনিক আস্থাকে জানান, এ ব্যাপারে দুই পক্ষই অভিযোগ দিতে আসতেছে।

অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

Leave a Reply

Your email address will not be published.