নামাজ পড়া অবস্থায় মহিলার উপর হিন্দুদের হামলা, জোরপূর্বক ঘরবাড়ি ভাঙচুর
পিরোজপুরের নেছারাবাদ স্বরূপকাঠিতে অলংকার কাঠির, নামাজ পড়ার অবস্থায় হিন্দুদের হামলা জোর পূর্বক ঘরবাড়ি ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে।
বিজ্ঞ আদালতের আদেশ উপেক্ষা করে অতর্কিত হা’মলা করে বসত ঘর ভাংচুর করেন বিবাদীরা। এমন অভিযোগ করেন ক্রয় সূত্রে মালিক আল আমিন। তিনি ও তার স্ত্রী জানান, বিগত দিনে তারা বিএস ৪১৪৭নং দাগ হইতে ৬শতাংশ ও বিএস ৩১৪৮নংদাগ হইতে ৬শতাংশ একুনে ১২শতাংশ জমিতে ভোগদ’খলে বিদ্যমান থাকেন এবং মোঃ মাসরুল আলম রাজিব ১২ শতাংশজমিতে ভোগবান মালিক দংকার বিদ্যমান থাকিয়া বিগত বিগত ৩০/০৫/২০১৮ইং তারিখ রেজিঃ ১৩২৫নং ছাব কবলা দলিলমূলে১২শতাংশ জ’মি গৃহীতা মোসাঃ হোসনে আরা বেগম বরাবরে হস্তান্তর করতঃ বিএস ৩১৪৭নং দাগ হইতে ৬ শতাংশ ও বিএস ৩১৪৮নং
দাগ হইতে ৬শতাংশ একুনে ১২শতাংশ জমির দ’খল বুঝাইয়া দেন এবং সেই জায়গায় দীর্ঘদিন বিভিন্ন প্রজাতির চারা গাছ রোপন করি আসছিলেন এবং একপাশে একটি টিনও কাঠের বেড়াযুক্ত ঘর উঠিয়ে তারা বসবাস করিতেছে। উক্ত জায়গায় বিবাদীগন দ’খলের পায়তারা চা’লানোর চেষ্ঠা করলে বিজ্ঞা আ’দালতে ১৪৪ ও ১৪৫ ধারায় মামলা দায়ের করি। আ’দালত বি’ষটি আমলে নেন।
বিবাদীগন উক্ত নোটিশ পাইয়া গত ১৩/০৩/২০২০ইং তারিখ আনুমানিক ২টার দিকে, কিছু স’ন্ত্রাসী লোক নিয়ে বসত ঘরে হা’মলা চা’লিয়ে খালের মধ্যে ফেলিয়ে দেয় ২নং বিবা’দী তরুন কুমার মজুমদার পিতা মৃ’ত ভুবনেশ্বর মজুমদার ৩নং বিবা’দী পরান মজুমদার এবং অন্য একজন মুখ ডাকাছিল।
মোঃ আল আমিন আরো বলেন, আমার স্ত্রী তখন নামাজ পড়তেছিল, আল আমিনের স্ত্রী বলেন, আমি বাসায় একা ছিলাম মাপ ছিল আমার সব ছেলেরা মসজিদে নামাজ পড়তে গিয়েছিল। তারা ৪’৫ জন লোক এসে আমাদের উপর হা’মলা চালায় এবং ঘরের উপর এলোপ্যাথি পিঠাপিঠি করেন।
লুটপাট করে,আমি তাদেরকে বলেছি আমার নামাজ শেষ করি এ কথায় তারা কোন কর্নপাত না করে বসত ঘর ভাং’চুরসহ আমাকে লা’থি ঘুঁ’ষি কি’ল দিয়েছিল চি’ৎকার করার পর লোকজন আসিনি। কিছু সময় পর এলাকার লোকজন দৌড়ে এসে আমাকে উ’দ্ধার করে এবং আমাদের উত্তর খালের উপর থেকে মহিলারা আ’হাজারি করে এদেরকে বাঁ’চাও বাঁ’চাও তারা চি’ৎকার শুনে এলাকাবাসী লোকজন দৌড়ে এসে ঘটনাস্থলে এসে দেখেন আমি অ’সুস্থ হয়ে এবং আমার পায়ের জ’খম হয়।
আমার মা ওখানে ছিলেন তাকে কানের বালা ছিল বলছিল ছিড়ে নিয়ে গেছে মাকে লাথি ঘুঁষি দিয়েছিল। আমার বৃদ্ধ মা রহিমা বেগমকে তারা লা’ঠি দিয়া আ’ঘাত করে। আমি ডাক চি’ৎকার করলে স্থানীয় লোকজন ছুটে আসে। ভাং’চুরের পর আমি অত্র থানায় বিবা’দীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করি।
এব্যাপারে এসআই মোঃ নজরুল ইসলাম বলেন, আমি অভিযোগ পেয়ে ওসি স্যারের নিদ্দের্শে ঘটনা স্থলে ছুটে যাই এবং উভয়কে উক্ত স্থান থেকে সরে যেতে বলি। আ’দালতের সিদ্ধান্ত অনুযায়ী যিনি জায়গা পাবেন তিনিই ভোগ দ’খল করিবেন। এই ঘটনা শোনার পর সাংবাদিকরা সরোজমিনে গিয়ে সত্যতা প্রমাণ পান।
সূত্রঃ পিরোজপুর সময়, muktopata
আর পড়ুন
গৃহবধূকে ধর্ষণ করতে গিয়ে পুরুষাঙ্গ কর্তন
গাইবান্ধার ফুলছড়িতে গৃহবধূকে ধর্ষণ করতে গিয়ে পু’রুষাঙ্গ ক’র্তনের শিকার হয়েছেন পাঁচ স’ন্তানের জনক রু’হুল আমিন।
(২৯ এপ্রিল) রাতে উপজেলার এরেন্ডাবাড়ী ইউনিয়নের দক্ষিণ সন্যাসীর চর গ্রামে এ ঘটনা ঘটে।
ঘটনারর পর থেকে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
আহত অবস্থায় বৃহস্পতিবার সকালে রুহুল আমিনকে (৪৫) গা’ইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিজের সম্ভ্রম বাঁচাতে এ কাজ করেছেন বলে জানান ওই গৃহবধূ।
গৃহ’বধূর পরিবার ও স্থা’নীয়রা জানিয়েছে, চরাঞ্চলীয় ওই ইউনিয়নের দক্ষিণ সন্যাসীর চর গ্রামের এক জেলের স্ত্রীর সাথে প্রতিবেশি আওলাদ হোসেনের পুত্র রুহুল আমিন দীর্ঘদিন যাবত অনৈতিক সম্পর্ক স্থাপনের চেষ্টা করে ব্যর্থ হয়।
তারই ধারাবাহিকতায় বুধবার রাতে ওই জেলে নদীতে মাছ ধরতে গেলে এই সুযোগে লম্পট রুহুল আমিন বাড়িতে প্রবেশ করে ঘুমন্ত অবস্থায় উক্ত গৃহবধূকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে।
এ সময় গৃ’হবধূ তার সম্ভ্রম বাঁচাতে ধারালো ব্লেড দিয়ে রুহুল আমিনের পু’রুষাঙ্গ কেটে দেয়।
ঘটনার পর রুহুল আমিন দৌড়ে পালিয়ে যেতে সক্ষম হয়। বৃহস্পতিবার সকালে রুহুল আমিনের পরিবারের লোকজন আহত অবস্থায় তাকে গা’ইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করে।
ফুলছড়ি থানার অফিসার ইনচার্জ ওসি কাওছার আলী দৈনিক আস্থাকে জানান, এ ব্যাপারে দুই পক্ষই অভিযোগ দিতে আসতেছে।
অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।