বাড়ি ভাড়া না পেয়ে অন্তঃসত্ত্বা নারীকে পু’ড়িয়ে হ’ত্যার চে’ষ্টা
সময়মতো বাড়ি ভাড়া দিতে না পারায় কুষ্টিয়া শহরের কমলাপুরে ৯ মাসের অন্তঃসত্ত্বা এক না’রীকে পেট্রল দিয়ে পু’ড়িয়ে হ’ত্যা চে’ষ্টার অ’ভিযোগ উঠেছে।
করোনার এই সময়ে বাড়ি ভাড়া দিতে না পারায় কথা কা’টাকাটির এক পর্যায়ে জুলেখা নামের (৩০) ওই নারীর শরী’রে আ’গুন ধরিয়ে দেওয়া হয়।
জুলেখা জেলার মিরপুর উপজেলার বহলবাড়িয়ার মে’হেদী হা’সানের স্ত্রী। ঘটনার পরপরই তাকে উদ্ধার করে কুষ্টিয়া জে’নারেল হাসপাতাল নেয়া হয় এবং হত্যা প্রচেষ্টাকারীকে পুলিশ আ’টক করে।
জানা যায়, শহরের কমলাপুর এলাকায় বজলুল হকের বাড়িতে স্বামীর স’ঙ্গে ভাড়া থাকতো জুলেখা নামের ওই নারী। গতকাল বুধবার সকালে জুলেখা তার বাড়ির বাইরে পাশের বাড়ির দুজন মহিলার সাথে কথা বলছিলেন। এ সময় হঠাৎ করেই বাড়ির মালিকের বড় ছেল রনি গর্ভবতী ওই মহিলার শরীরে পে’ট্রোল ঢেলে আ’গুন ধরিয়ে দেয়।
জুলেখার চিৎকারে প্রতিবেশিরা ছুটে এসে তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল নিয়ে যায়। সেখানে অ’বস্থার অবনতি হলে পরে তাকে ঢাকা মেডিকেলের বার্ণ ইউনিটে পঠানো হয়।
কুষ্টিয়া জেনারল হাসপাতালের আরএমও তাপস কুমার সরকার জানান,ওই না’রীর শরী’রের প্রায় ৮০ শতাংশ পু’ড়ে গেছে। অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।
কুষ্টিয়া সদর মডেল থানার ওসি গোলাম মো’স্তফা জানান, বাড়ি ভাড়া নিয়ে ভাড়াটিয়া জুলেখা ও বাড়িওয়ালার স্ত্রী’র মধ্যে কাটাকাটি চলছিল। এক পর্যায়ে রনির সাথে ওই নারীটির হাতাহাতিও হয়। এক পর্যায়ে রনি ক্ষিপ্ত হয়ে অন্তঃসত্তা ওই গৃহবধুকে পুড়িয়ে হ’ত্যার চে’ষ্টা করে। হত্যার চে’ষ্টাকারী রনিকে আটক করা হয়েছে। arthosuchak
আর পড়ুন
গৃহবধূকে ধর্ষণ করতে গিয়ে পুরুষাঙ্গ কর্তন
গাইবান্ধার ফুলছড়িতে গৃহবধূকে ধর্ষণ করতে গিয়ে পু’রুষাঙ্গ ক’র্তনের শিকার হয়েছেন পাঁচ স’ন্তানের জনক রু’হুল আমিন।
(২৯ এপ্রিল) রাতে উপজেলার এরেন্ডাবাড়ী ইউনিয়নের দক্ষিণ সন্যাসীর চর গ্রামে এ ঘটনা ঘটে।
ঘটনারর পর থেকে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
আহত অবস্থায় বৃহস্পতিবার সকালে রুহুল আমিনকে (৪৫) গা’ইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিজের সম্ভ্রম বাঁচাতে এ কাজ করেছেন বলে জানান ওই গৃহবধূ।
গৃহ’বধূর পরিবার ও স্থা’নীয়রা জানিয়েছে, চরাঞ্চলীয় ওই ইউনিয়নের দক্ষিণ সন্যাসীর চর গ্রামের এক জেলের স্ত্রীর সাথে প্রতিবেশি আওলাদ হোসেনের পুত্র রুহুল আমিন দীর্ঘদিন যাবত অনৈতিক সম্পর্ক স্থাপনের চেষ্টা করে ব্যর্থ হয়।
তারই ধারাবাহিকতায় বুধবার রাতে ওই জেলে নদীতে মাছ ধরতে গেলে এই সুযোগে লম্পট রুহুল আমিন বাড়িতে প্রবেশ করে ঘুমন্ত অবস্থায় উক্ত গৃহবধূকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে।
এ সময় গৃ’হবধূ তার সম্ভ্রম বাঁচাতে ধারালো ব্লেড দিয়ে রুহুল আমিনের পু’রুষাঙ্গ কেটে দেয়।
ঘটনার পর রুহুল আমিন দৌড়ে পালিয়ে যেতে সক্ষম হয়। বৃহস্পতিবার সকালে রুহুল আমিনের পরিবারের লোকজন আহত অবস্থায় তাকে গা’ইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করে।
ফুলছড়ি থানার অফিসার ইনচার্জ ওসি কাওছার আলী দৈনিক আস্থাকে জানান, এ ব্যাপারে দুই পক্ষই অভিযোগ দিতে আসতেছে।
অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।